কন্যা সন্তান ও হাজারো প্রতিবন্ধকতা

কন্যা ভ্রূণ হত্যা , শ্লীলতাহানি, খুন, অনার কিলিং, ধর্ষণ, অ্যাসিড হামলার ঊর্ধ্বমুখী গ্রাফ প্রমাণ করে  লিঙ্গ বিভাজন রুখতে আমরা কতটা ব্যর্থ। শাঁখা পলা সিঁদুর, হিজাব বোরখার বাইরেও মেয়েদের একটা নিজস্ব আকাশ আছে, যেটায় তার নিজের ঘুড়ির লাটাই আর সুতো অন্যের হাতে নয়, সমাজ, স্বামী বা পুত্র সন্তানের হাতে নয়, তার নিজের হাতেই থাকবে। শিশুবেলা থেকেই যেন এই দীক্ষায় স্নাত হতে পারে সব শিশু। শিশুদিবস পালন হোক বিভাজনহীন মননচর্চার শপথদিবস হিসেবে।

by ​​​​​​​শর্মিলা ঘোষ  | 14 November, 2021 | 848 | Tags : girl child boy child discrimination of boy and girl patriarchy